Spread the love

সাম্প্রদায়িক সম্প্রীতিতে সরস্বতী

সেখ রাজু , মঙ্গলকোট,  

সম্প্রীতির মেলবন্ধনে মঙ্গলকোটের পালিশগ্রাম হাইস্কুল । প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি ওইদিন সরস্বতী পুজোতে অংশগ্রহণ করে ছাত্র-ছাত্রীরা । বিগত কয়েক বছর ধরে হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ সরস্বতী পুজোতে অংশগ্রহণ করে । মায়ের পুজোর ফল কাটা থেকে শুরু করে পুজোয় মাকে সাজানো- ঘট আনা থেকে শুরু করে মায়ের বিসর্জন সবেতেই হিন্দু-মুসলিম ছাত্র-ছাত্রীরা একত্রে হাত লাগিয়ে কাজ করে । সমগ্র বিশ্ব যেখানে জাতিভেদ প্রথা নিয়ে উত্তাল, একে অপরের প্রতি সমূহ বিপদের আশঙ্কা তৈরি করছে । ঠিক তখন পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত অঞ্চলের মঙ্গলকোটের পালিশগ্রাম হাইস্কুল এক অনন্য ভাবধারা প্রতিষ্ঠা করে । এখানে আন্তরিকতার সম্প্রীতি সকলের নজর কেরেছে । বৃষ্টি খাতুন, মাম্পি খাতুন, শেখ সোয়েব প্রমুখ ছাত্র-ছাত্রীরা বলে বাগদেবীর আরাধনায় আমরা অংশগ্রহণ করি । সকাল থেকেই শিক্ষকদের নির্দেশে ফল কাটা থেকে শুরু করে মহাভোজে আমরা অংশগ্রহণ করি । প্রতিবছর এই দিনটির জন্য আমরা অপেক্ষা করে এসেছি । একই দিনে সকল ভাই বোন মিলেমিশে দুপুরের খিচুড়ি আমাদের কাছে অমৃতের সমান । সকালেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় । শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক অভিভাবকদের সমন্বয়ে ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে । প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি বাগদেবীর আরাধনায় লিপ্ত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *