সেখ সামসুদ্দিন, মেমারি, ৮ ডিসেম্বরঃ পিপল নিডস ইউকে সংস্থার আর্থিক সহযোগিতায় মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকার পারিপার্শ্বিক গ্রামের ধর্মমত নির্বিশেষে দু্ঃস্থ মানুষদের মধ্যে শীতকালীন ব্ল্যাঙ্কেট প্রদান করা হয়। এদিন চার শতাধিক মানুষের হাতে ব্ল্যাঙ্কেট তুলে দেওয়া হয়। পিপল নিডস ইউকে সংস্থার পক্ষে ভারতীয় প্রতিনিধি গুজরাটের আব্দুর রাজ্জাক বাগাধিয়া, মেমারি মদিনাতুল জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ কারী সামসুদ্দিন আহমেদ, মাদ্রাসার সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন, হাজী আব্দুল মোমিন, আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির কোষাধ্যক্ষ সেখ সবুরউদ্দিন, মাদ্রাসার শিক্ষক মুফতী তালেবুল্লা কাসেমী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই কর্মসূচি পালন করেন। সুশৃঙ্খল ভাবে মানুষের মধ্যে ব্ল্যাঙ্কেট প্রদান করা হয় ও শেষে ঈশ্বরের কাছে দোয়া প্রার্থনা করা হয়।