Spread the love

৩০ জন অসহায় দৃষ্টিহীন মানুষদের আশীর্বাদ নিয়ে বিয়ের সূচনা

দীপঙ্কর সমাদ্দার

 বৃহস্পতিবার সোদপুরের আগরপাড়ায় সুকান্ত পল্লীতে দীর্ঘদিনের সমাজ সেবায় পরিচিত মুখ রঘু গুহ মেয়ের বিয়েতেও সমাজসেবার অনুষ্ঠান বাদ দিলেন না। বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩০ জন অসহায় দৃষ্টিহীন মানুষকে বিয়ের দুপুরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তারা প্রত্যেকে আসার সাথে সাথে তাদের পা ধুয়ে নতুন গামছা দিয়ে মুছিয়ে নতুন জুতো পরিয়ে দিলেন রঘুবাবু ও তার সহধর্মিনী সহ আত্মীয়-স্বজন ও বন্ধুরা এবং প্রত্যেকের গায়ে একটি নতুন সাল বস্ত্র তুলে দিয়ে মেয়ের বিয়ের সূচনার জন্য তাদের কাছে করজোড়ে আশীর্বাদ প্রার্থনা করলেন ।প্রত্যেক দৃষ্টিহীন মানুষেরা ভীষণ খুশিতে দুহাত তুলে আশীর্বাদ করলেন রঘুবাবুর মেয়ে রিয়া গুহকে। তারা জানালেন এই ধরনের বিয়ে বাড়িতে আমন্ত্রিত হয়ে এত ভক্তিপূর্ণ শ্রদ্ধা ভালবাসা ও আপ্যায়ন তারা আগে কখনো পায়নি। রঘুবাবু জানালেন এইসব অসহায় মানুষদের পাশে আমরা সারা জীবন সবাই থাকবো, প্রত্যেক মা-বাবাকে অনুরোধ করলেন আপনাদের আনন্দ অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ ও খুশির সাথী করুন এইসব অসহায় মানুষদের সাথে নিয়ে ,তবেই তো ওদের মানুষ রুপে বেঁচে থাকার সার্থকতা আসবে। ওদের চোখে হয়তো আলো নেই কিন্তু আমরা সবাই যদি ওদের পাশে থাকতে পারি ওরাও জীবনে একটু আলোর সন্ধান পাবে। রিয়া ভীষণ খুশি মনে জানালো, বাবার এই ধরনের উদ্যোগে সে ভীষণ খুশি। এদের আশীর্বাদ নিয়ে তার বিবাহিত জীবনের সূচনা হলো এই ব্যাপারটা তার জীবনে অভিনবত্ব। উপস্থিত আত্মীয়-স্বজনেরা প্রত্যেকেই রঘু বাবুর এই অভিনবত্বকে সাপোর্ট করলেন। সবশেষে প্রত্যেক আমন্ত্রিত ব্যক্তির জন্য আয়োজন ছিল মধ্যান্য ভোজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *