একটা বিজ্ঞাপন
মারুফ খাঁন
ফেসবুক খুলতে চোখের সামনে ভেসে ওঠে
একটা বিজ্ঞাপন…
তিনশো টাকার বিনিময়ে আপনি আপনার কবিতা ছাপান।
বিশ্বব্যাপী প্রচার পেয়ে যান
ভান্ডারে আমার কি আছে কে জানে?
নামের আগে,
সুন্দর সম্মানীয় শব্দটা বসিয়ে যান
কি আশ্চর্য,
কবি কিংবা সাহিত্যিক হয়ে যান।
জানি শব্দ ভাণ্ডারে প্রচুর প্রচুর শব্দ
দিনে পাঁচবার নামাজ পড়ে,
মন্দির ও মসজিদে যায়,সকাল থেকে সন্ধ্যা শুধুই মিথ্যা
সব মুখ বুজে সইতে হয়
হঠাৎ দেখতে হয় পাশের বাড়ির রক্ত।
কালকে যে বসে করছিল আমার সঙ্গে আলোচনা
আজ সে রয়েছে গহীন অন্ধকার কবরে কিংবা হয়েছে,
চিতার আগুনে পুড়ে হয়েছে ভস্ম।
নানা মুখে নানা কথা প্রেম নেই বুকে,মানুষ চেনেনা
মানবিকতার প্রশ্ন তোলে…
আমি মনুষ্যত্বহীনতা মানুষের বিরুদ্ধে কলম ধরতে চাই।