ভিয়েতনামের ট্রাভেল সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি হাহালোলো কলকাতয় তাদের প্রথম অফিস খুলল…..

সুজিত চট্টরাজ – কলকাতা

কলকাতার উপকন্ঠে সেক্টর ফাইভে ভিয়েতনামের এক বেসরকারি ব্যবসায়িক সংস্থা হাহালোলো তাঁদের ট্রাভেল সোশ্যাল নেটওয়ার্ক এর কার্যালয় উদ্বোধন করল ২৯ আগস্ট। পরে সংস্থার আধিকারিকেরা বাইপাসের ধারের এক সাততারা হোটেলে সাংবাদিক ও ভিয়েতনাম থেকে আগত পর্যটকদের সঙ্গে এক সাংস্কৃতিক পরিমণ্ডলে মধ্যাহ্নভোজে মিলিত হলেন। সংস্থার পক্ষে ছিলেন, মার্কিন দেশের মূল কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সি ই ও জেমস্ ডাং,সংস্থার ভাইস প্রেসিডেন্ট সেলস্ নগুয়েন নাহান নাহট ফু এবং কলকাতাস্থিত অফিসের আধিকারিক সৌরভ ঘোষ প্রমুখ।

 সংস্থার সি ই ও জেমস্ ডাংগ জানালেন,ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতাকেই আমরা বেছে নিয়েছি আমাদের প্রথম কার্যালয় হিসেবে। সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা  ভিয়েতনাম ভ্রমণ এর এক আধুনিক পরিষেবা দিতে দায়বদ্ধ  থাকবো। কলকাতা বিভাগের আধিকারিক সৌরভ ঘোষ জানালেন,আমাদের সংস্থায় যাঁরা যোগ দিয়েছেন কলকাতা অফিসের কাজ সামলাতে,প্রত্যেকেই বাঙালি। ভিয়েতনামবাসীরা যেমন অতিথিবৎসল তেমন অমায়িক। ভিয়েতনামের মেকং নদী ও ভারতের গঙ্গার মেলবন্ধনে দুই দেশের পারস্পরিক  আত্মিক সম্পর্ক গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। আশা করি আগামীদিনে ভারত তথা বাংলা থেকে  লক্ষ মানুষ  ভিয়েতনাম সফরে যাবেন। এদিনের অনুষ্ঠানে ভিয়েতনাম থেকে একদল  পর্যটক  যাঁরা ভারত ভ্রমণে  কলকাতায় এসে উপস্থিত ছিলেন হাহা লোলো সংস্থার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে।

Leave a Reply