নিজস্ব প্রতিনিধি,

 পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুর মহকুমা এলাকায় অবৈধ ছাঁট লোহা চুরির সিন্ডিকেট ক্রমশ বাড়ছে। স্থানীয় সুত্রে প্রকাশ, কাঁকসা, বুদবুদ এলাকায় সাম্প্রতিক সময়কালে এর প্রভাব বাড়ছে।যদিও পুলিশ যথেষ্ট তৎপর এইসব চুরি আটকাতে।অবৈধ ছাঁট লোহা চুরির সাথে যুক্ত থাকার অভিযোগে কাঁকসা থানার পুলিশ মঙ্গলবার ভোরে দু’জনকে গ্রেফতার করেছে। ধৃত শিবু বাউড়ি বিরুডিহা এলাকার সোকনা গ্রামের বাসিন্দা, অর্ণব কেশ পানাগড় গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দু’জনের কাছ থেকে মোট ৫০ কেজি ছাঁট লোহা বাজেয়াপ্ত করা হয়েছে।এদিন দুর্গাপুর মহকুমা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয়েছে ধৃতদের কে।

Leave a Reply