Spread the love

নিউটাউনে আমলকি বনে আগুন

সুপ্রকাশ চক্রবর্তী ,

মারণ ভাইরাস করোনা আবহে  মানুষের মধ্যে সচেততা বাড়াতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিউটাউন একশন আরিয়া ৩ তে তৈরি তৈরী হয়েছিল আমলকি বন। ২০০ টি আমলকি গাছ মাথা তুলে দাড়িয়ে ছিল ১ একর পতিত জমির উপর । ‘নিউটাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন’ নামে একটি স্বেছাসেবী সংস্থার উদ্যোগে ও নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি সহযোগিতায় এটি পরীক্ষামূলক ভাবে তৈরী করা হয়েছিল। গত শনিবার  রাতে এই বাগানে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। তাতে  বেশ কিছু  আমলকি গাছকে জ্বালিয়ে দেওয়া হয়।ফাউন্ডেশানের এক সদস্য ও বিশিষ্ট চিকিতসক ডক্টর অচিন্ত মিত্র এই খবর জানিয়েছেন।তিনি বলেন, -” কে বা কারা এই কাজ করেছে তারা বুঝতে পারছেন না।এ ব্যাপারে তারা এন কে ডি এ ও নিউটাউন থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন৷ এই মুল্যবান ঔষধি গাছ গুলি পুড়িয়ে দেওয়ার ফলে যেমন পরিবেশের ক্ষতি হল তেমনি বাধা পেল আয়ুর্বেদিক ঔষধ নিয়ে গবেষণা”। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *