ভারত-বাংলাদেশ সংহতি পুরস্কার ২০২২ প্রদান
ভারত-বাংলাদেশ সংহতি পুরস্কার ২০২২ প্রদান উপলক্ষে গত ৯ জুন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় একটি স্মরণীয় কবিতাপাঠ সন্ধ্যা অনুষ্ঠিত হলো। এই মহতী অনুষ্ঠানে উদ্বোধন করেন শ্রী পবিত্র সরকার, প্রাক্তন উপাচার্য, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রী দেবেন্দ্র কুমার দেবেশ,সচিব, সাহিত্য একাডেমি,পূর্বাঞ্চল, কলকাতা, এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন কবি রামকিশোর ভট্টাচার্য ও কবি অদীপ ঘোষ। অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের পঁচাত্তর জন কবি কবিতাপাঠ করেন। এবারের ভারত-বাংলাদেশ সংহতি পুরস্কার ২০২২ এ কোলকাতা থেকে আকাশলীনা স্মৃতি পুরস্কার পেলেন কবি ও বাচিকশিল্পী অমিত চক্রবর্তী, কবি সুমিতা ধর বসু ঠাকুর স্মৃতি পুরস্কার পেলেন কবি ও সম্পাদক রাজীব ঘাঁটি, কবি রানা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার পেলেন কবি ও প্রাবন্ধিক নীলোৎপল গুপ্ত। এই তিনজন ভারত থেকে মনোনীত হয়েছেন। আর বাংলাদেশ থেকে এ সময়ের আলোচিত কবি, সম্পাদক ও সংগঠক তৌফিক জহুর পেলেন কবি সৌমেন বসু স্মৃতি পুরস্কার, কবি ও প্রাবন্ধিক শান্তা মারিয়া পেলেন কবি শম্ভু রক্ষিত স্মৃতি পুরস্কার ২০২২।অনুষ্ঠানের অন্যতম কর্ণধার কবি সৌমিত বসুর কথায়,দুদেশের লেখকদের মধ্যে বন্ধুত্বের অগ্রগতি এই উৎসবের মূল উদ্দেশ্য। ভারত-বাংলাদেশ সংহতি পুরস্কারের এই স্মরণীয় অনুষ্ঠানের সহযোগিতায় ” কবিতা কার্নিভাল “।