সেখ সামসুদ্দিন,

বিশ্ব পরিবেশ দিবস পালন অনুষ্ঠানে বিধায়ক, বিডিও, সভাপতি, সহ সভাপতি উপস্থিত সকলে তীর নিক্ষেপে অংশ নেন। কিষাণ মন্ডিতে সনাতন হেমব্রমের ব‍্যবস্থাপনায় আন্তর্জাতিক তীরন্দাজী রিমিল হেমব্রম এর পরিচালনায় তীরন্দাজ কোচিং ট্রেনিং চলছে। সেই ট্রেনিংয়ের মধ‍্যে অতিথিবৃন্দ তীর নিক্ষেপে অংশ নেন।

Leave a Reply