শুভদীপ ঋজু মন্ডল,
শিল্প মঞ্জরী নামে একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজ একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রায়পুর নন্দরানী স্মৃতি বিদ্যাপীঠে শতাধিক শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল চারটি বিভাগে প্রতিযোগিতা হয় । সফল প্রতিযোগীদের হাতে স্মারক সম্মান ও শংসাপত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক সাধন মন্ডল ,শিক্ষক সমাজসেবী গৌতম বিশ্বাস শ্যামলি বিশ্বাস ও শিক্ষক ও সমাজসেবী শ্রী রাধামাধব মুখার্জি শিক্ষক শান্তনু মিশ্র এবং অভিভাবক অভিভাবিকা বৃন্দ। আজ কয়েকবছর ধরেই এই অঙ্কন শিখন কেন্দ্রের উদ্যোগে এই ধরনের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকি বলে জানালেন অঙ্কন শিক্ষক নন্দন ঘর। তিনি আরো বলেন তিনি তার সহযোগীদের নিয়ে রায়পুর ফুলকুসমা শিলদা মটগোদা প্রভৃতি জায়গায় সপ্তাহের বিভিন্ন দিনে প্রশিক্ষণ কেন্দ্রটি চালাচ্ছেন গ্রামের ছেলে মেয়েদের মধ্যেও বর্তমানে ছবি আঁকার প্রতি ঝোঁক বেড়েছে তাছাড়া অভিভাবক অভিভাবিকা দের মধ্যে সংস্কৃতির চেতনার বিকাশ ঘটেছে যার ফল আজকে প্রতিযোগিতায় এতজন শিশুর অংশগ্রহণ এখানে উল্লেখ্য সব ফল প্রতিযোগী ছাড়াও অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীকে একটি করে মানপত্র ও মেডেল দেওয়া হয়। প্রতিযোগিতায় আসা এক অভিভাবিকা ফাল্গুনী শাহু বলেন এত সুযোগ সুবিধা বর্তমানে রয়েছে ছেলেমেয়েদের মধ্যে সেই সুযোগ সুবিধাগুলো কে কাজে লাগাতে পারলেই আমাদের সার্থকতা আমাদের কোনো চাপ নেই ছেলে মেয়েদের প্রতি ।সে যে বিষয়ে পড়তে চাইবে তাকে সেদিকেই পাঠানো হবে।