নামখানা ধর্ষণ মামলাতেও তদন্তের দায়িত্বে আইপিএস দয়মন্তী সেন

সেখ সামসুদ্দিন
শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে নামখানা  সহ বেশকিছু ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি একযোগে চলে।এদিন নামখানা ধর্ষণ কাণ্ডে তদন্তের নজরদারিতে দায়িত্ব দেওয়া হলো  আইপিএস অফিসার দময়ন্তী সেন কে। ইতিপূর্বে  রাজ্যের চারটি ধর্ষণ কাণ্ডের তদন্তভার দেওয়া হয়েছে এই আইপিএস কে।শুক্রবার  কলকাতা হাইকোর্ট এর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, -‘ নামখানা ধর্ষণ মামলার তদন্তভার দময়ন্তী নিতে না চাইলে এই মামলাটি সিবিআইকে দেওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে’। আদালত সুত্রে প্রকাশ  চলতি বছরের গত ৮ এপ্রিল রাতে নামখানায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে চার জনের বিরুদ্ধে। ঘটনার দিন রাত ৩টে নাগাদ ওই গৃহবধূ বাড়ি থেকে বেরিয়ে শৌচালয়ে যাওয়ার পথে আক্রান্ত হন বলে অভিযোগ । আরও অভিযোগ, গণধর্ষণের পর নির্যাতিতার  শরীরে  কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টাও করে দুস্কৃতিরা । তবে বাড়ির লোক চলে আসায়  নির্যাতিতার প্রাণ বাঁচে। নামখানার ওই গৃহবধূ এখনও হাসপাতালে চিকিত্‍সাধীন। নির্যাতিতার পরিবারের দাবি, – ওই রাতে যাঁরা ওই গৃহবধূকে নির্যাতন করেন, তাঁরা শাসক দলের সাথে যুক্ত । এই ঘটনায় ঘটনায় স্থানীয় থানার পুলিশ   দু’জনকে গ্রেপ্তার করে থাকে ।  শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে  আইপিএস দয়মন্তী সেন কে। এই আইপিএস বর্তমানে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে রয়েছেন । গত ১২ এপ্রিল দয়মন্তী সেন কে।  রাজ্যের চারটি ধর্ষণ কাণ্ড যথা দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোনির তদন্ত নজরদারি করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। এমনকি গাংনাপুর ধর্ষণ-কাণ্ড এবং খুনের তদন্তভারও দময়ন্তীকেও দেওয়ার আবেদন  জানিয়েছিলেন নির্যাতিতার বাবা। এই মামলার শুনানি পরবর্তীতে রয়েছে । শুক্রবার  নামখানার ধর্ষণের ঘটনার তদন্তভার কলকাতা হাইকোর্ট দিল আইপিএস দময়ন্তী সেন কে। এই নিয়ে রাজ্যের পাঁচটি ধর্ষণের ঘটনার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন দময়ন্তী সেন।তবে নামখানা ঘটনায় তদন্তের দায়িত্ব দিতে না চাইলে সিবিআই তদন্তর ভাবনা রয়েছে বলে এদিন কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে। 

Leave a Reply