মোল্লা জসিমউদ্দিন,
দুদিন ব্যাপী বি,এস,ইউ স্পিড রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ- ২০২২ অনুষ্ঠিত হল বিধান শিশু উদ্যানে।রবিবার শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.তুষার শীল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিনীতা লাডিয়া এবং সন্দীপ লাডিয়া। পাঁচ বছরের কম বয়সী থেকে সতেরো বছরের বেশী বয়সীদের জন্য মোট আটটি বিভাগ ছিল প্রতিযোগিতায়। প্রতিযোগীর সংখ্যা ছিল দেড়শতাধিক।দুদিনের এই রোলার স্কেটিং প্রতিযোগিতায় প্রতিযোগী এবং অভিভাবকদের মধ্যে উৎসাহের অন্ত ছিল না। আমাদের রাজ্যের দীর্ঘতম রোলার স্কেটিং ট্র্যাকটি বিধান শিশু উদ্যানেই তৈরী হয়েছে। দুদিনব্যাপী এই প্রতিযোগিতার সামগ্রিক পরিচালনার দায়িত্বে ছিলেন ভিক্টর বাল্মিকী এবং স্বেতা বাল্মিকী। আগামী দিনে বিধান শিশু উদ্যানে জাতীয়স্তরের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার । এই দুদিনের প্রতিযোগিতা তারই একটা মহড়া বলা যেতে পারে।