বগটুই কান্ডে জাতীয় মানবাধিকার কমিশনের স্বতঃস্ফূর্ত অভিযোগ দায়ের
খায়রুল আনাম ,
ইতিপূর্বেই গত বুধবার কলকাতা হাইকোর্টের তরফে বীরভূমের বগটুই কান্ডে স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করা হয়েছে। এবার স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার কমিশনের চেয়ারপার্সন এই নির্দেশ জারি করেছেন। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র। কমিশন সুত্রে প্রকাশ, রামপুরহাটে গিয়ে তদন্ত করবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।উল্লেখ্য, গত সোমবার রাতে রামপুরহাটের বগটুইয়ে আট জন গ্রামবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা নিয়ে গত বুধবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে থাকে কলকাতা হাইকোর্ট।এদিন কলকাতা হাইকোর্টে শুনানি-পর্বে নন্দীগ্রামের গুলি চালানোর তুলনা টেনে বগটুই কান্ডে ঘটনার সিবিআই তদন্তের দাবি তোলেন মামলাকারীদের আইনজীবীরা। এর আগে রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে আগেই জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি এখনো চলছে কলকাতা হাইকোর্টে।বীরভূমের বগটুই কান্ডে কলকাতা হাইকোর্টের স্বতঃস্ফূর্ত মামলা গ্রহণ করার পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনে স্বতঃস্ফূর্ত অভিযোগ দায়ের বঙ্গ রাজনীতিতে পারদ বহুগুণ বাড়িয়ে দিল তা নিসন্দেহে বলা যায়।