সাধন মন্ডল,
করোনার কারনে দু’বছর হোলি উৎসব সেভাবেই পালন করতে পারেনি গ্রামবাসীরা ।সেই খিদে এবারে সুদে-আসলে মিটিয়ে নিলেন গঙ্গাজলঘাটি ব্লকের দুবের ডাঙ্গা গ্রাম ষোলআনা কমিটি। উদ্যোক্তাদের মধ্যে জগন্নাথ লায়েক, ত্রিভঙ্গ মন্ডল ,সচ্চিদানন্দদে,দয়ারাম লায়েক,সমাজসেবক শশধর মন্ডলরা বলেন এটা আমাদের পঞ্চম বর্ষ দোল উৎসব ।গত দুই বছর আমরা সেভাবে দোল উৎসব পালন করতে পারিনি। এবারে করোনার বাধা কেটে যাওয়ায় স্বাভাবিক ছন্দে ফিরেছে পৃথিবী আমাদের গ্রামের মানুষ ও সেই স্বাভাবিক ছন্দে তাই এবারের দোল উৎসব আমাদের কাছে অত্যন্ত আনন্দের ।আজ সকাল থেকে গ্রামের মন্দিরে পুজো দিয়ে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মানুষজন দোল উৎসবে অংশ নিলাম ।সারা গ্রামের মানুষজন দোল খেলায় মেতে উঠলেন একে অন্যের সাথে আবির খেলার সাথে সাথে রং খেলায় মাতলেন শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ।এরপর দুপুরে সকলের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল দুবের ডাঙ্গা গ্রাম্য ষোলআনা কমিটির পক্ষ থেকে সেখানে দুই হাজারেরও বেশি মানুষ পংক্তি ভোজে অংশগ্রহণ করেন।