‘২০২০ সালের মামলায় কেন ২০০৮ সালের দলিল বাজেয়াপ্ত?’  প্রশ্ন সিবিআই এজলাসের

পারিজাত মোল্লা , আসানসোল, 
মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে সচিব তল্লাশি অভিযান কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দাখিল করলেন ইসিএলের এক প্রাক্তন আধিকারিক।  বহু চর্চিত কয়লাপাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের  তল্লাশি অভিযান প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হলেন ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার । এই প্রাক্তন আধিকারিকের অভিযোগ,- ‘ সম্প্রতি  সিবিআই বাড়ি থেকে ২০ লক্ষ টাকা ও  সোনার গয়না বাজেয়াপ্ত করে থাকে ।  যা আইনগত বৈধ নয়’। ইসিএলের এই প্রাক্তন জেনারেল ম্যানেজার  দাবি, ‘সিবিআইয়ের বাজেয়াপ্ত করা ওই টাকা ও গয়না তাঁর বৈধ সম্পত্তি।প্রয়োজনীয় কাগজপত্রও রয়েছে’।  কয়লা মামলায়  এফআইআর-এ নাম না থাকা সত্ত্বেও কেন টাকা ও গয়না বাজেয়াপ্ত করল সিবিআই? এই মামলায়  আসানসোল সিবিআই আদালত নির্দেশ দিয়েছে,-‘  সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে মামলার সব নথি ও কাগজপত্র নিয়ে আদালতে হাজির হতে হবে’।আসানসোল সিবিআই বিশেষ আদালতের বিচারক এদিন এজলাসে প্রশ্ন তোলেন, -‘ কেন ২০২০ সালের মামলায় ২০০৮ সালের দলিল, কিষাণ বিকাশ পত্র সহ বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হল? এই প্রসঙ্গে এজলাসে  সিবিআইয়ের আইনজীবী জানান, -‘তদন্ত চলছে’। আসানসোল  আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছে। আগামী ৩০ মার্চ এই মামলার  পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply