স্বনির্ভর গ্রুপের তিন লক্ষ টাকার চেক হাতানোর অভিযোগে ধৃতের পুলিশি হেফাজত
আমিরুল ইসলাম,
বৃহস্পতিবার দুপুরে বর্ধমান জেলা আদালতে এসিজেম এজলাসে পেশ করা হয় ভাতারের সাইগন সেখ নামে এক অভিযুক্ত কে।তার বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরবাড়ি এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর তিন লক্ষ টাকার চেক চুরির। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় । ধৃত ব্যক্তি ওই এলাকার জামাই।জামাইয়ের নাম সাইগন শেখ বলে জানিয়েছে ভাতার পুলিশ ।ধৃতের বাড়ি মেমারি থানার ডাঙ্গাপাড়া গ্রামে । গত বুধবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করে ভাতার পুলিশ । বৃহস্পতিবার ধৃত কে বর্ধমান আদালতে পেশ করা হলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়।পুলিশ । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ভাতারের বলগোনা এলাকায় শ্বশুরবাড়ি অভিযুক্ত সাইগন শেখের । সম্প্রতি তাঁর শ্বশুরবাড়ি এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে জনৈকা পম্পা গড়াই নামে এক মহিলা ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগপত্রে তিনি জানান,গোষ্ঠীর একটি ৩ লক্ষ টাকার চেক চুরি হয়ে গিয়েছিল । সেই টাকা সম্প্রতি গোষ্ঠীর আ্যাকাউন্ট থেকে তুলে নেওয়াও হয়েছে ।জানা গেছে,ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুত্র ধরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চেকের ৩ লক্ষ টাকা মেমারি থানার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা সাইগন শেখের আ্যকাউন্টে জমা হয়েছে । ভাতার পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পারে তাঁর এক আত্মীয়া ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত । তখন বিষয়টি পুলিশের কাছে পরিষ্কার হয় । এরপর সাইগনের সন্ধান শুরু করে দেয় পুলিশ । গত বুধবার রাতে মেমারির ডাঙ্গাপাড়া গ্রামে সাইগনের বাড়িতে হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করে । গোষ্ঠীর চেক চুরি করে আত্মসাতের ঘটনায় অন্য কারোর হাত আছে কিনা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে ভাতার পুলিশ ।এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে বলে জানা গেছে।