পুজোর সরকারি অনুদান নিয়ে হলফনামা তলব হাইকোর্টের
মোল্লা জসিমউদ্দিন ,
মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্ডালের এজলাসে উঠে পুজোর সরকারি অনুদান নিয়ে জনস্বার্থ মামলা।গত বছরও এই সময় এইধরনের মামলা দাখিল হয়েছিল। এবারও হলো তাই।রাজ্য সরকারের পক্ষে পুজো কমিটি গুলি কে গড়ে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। কেন দেওয়া হবে তা জানতে চেয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ নভেম্বর। একই ধরনের মামলায় গত সোমবার দিল্লি হাইকোর্ট দিল্লি সরকার, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করেছে। সেখানে সরকারি টাকায় গণেশ চতুর্থি পালন করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। যদিও পুজো অনুদান মামলায় এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে বলেছেন, -‘কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করলেও তা এখনও বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়নি। গত বছরও রাজ্যের কাছে জবাব চেয়েছিল হাইকোর্ট। আদালতে তত্কালীন এজি কিশোর দত্ত বলেছিলেন, রাজ্য সরকার এই টাকা দিচ্ছে পুজো কমিটিগুলি যাতে মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি কিনতে পারে এবং কোভিড নিয়ে মানুষকে সচেতন করতে প্রচার চালাতে পারে তাঁর জন্য। রাজ্যের এই যুক্তিকে আদালত মান্যতা দিলেও, ওই টাকা খরচ ঠিক ভাবে হল কি না তার হিসেব নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছিল। এবার ফের অনুদান নিয়ে জনস্বার্থ মামলা হল হাইকোর্টে। এখন দেখার আদালত এবার কি হস্তক্ষেপ গ্রহণ করে?