বাংলাদেশ থেকে তরুণী উদ্ধারে সিআইডি, সিবিআই, ইন্টারপোল কে নির্দেশ
মোল্লা জসিমউদ্দিন ,
শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে উঠে বারাসাতের অপহৃতা এক তরুণী সংক্রান্ত মামলা।সেখানে বিচারপতি রাজশেখর মান্থার বাংলাদেশে থাকা ওই তরুণী কে উদ্ধারের জন্য একযোগে সিআইডি, সিবিআই এবং ইন্টারপোল কে নির্দেশ দিয়েছেন। ১৬ সেপ্টেম্বর মধ্যেই তদন্তকারী সংস্থাগুলি কে সমন্বয় রেখে উদ্ধার করে আনতে হবে। কোনমতেই অপহৃতা উদ্ধারে দেরি করা চলবেনা। প্রথমে সংশ্লিষ্ট থানা অর্থাৎ বারাসাতে সিআইডি আবেদন করবে।এরপর সিআইডি সিবিআই কে জানাবে।সর্বশেষ সিবিআই জানাবে ইন্টারপোল কে। পুলিশি নিস্ক্রিয়তা এই মামলায় আবেদনকারীর পক্ষে আইনজীবী ছিলেন সুদীপ নয়ন ঘোষ, রাজীব মল্লিক।আদালত সুত্রে জানা গেছে, ২০২০ সালে ২৮ জুলাই বারাসাত থেকে অপহরণ হয় বছর ২৪ এর এক তরুণী।রাজদীপ বিশ্বাস ওরফে তন্ময় নামে এক যুবক এই তরুণী কে বাংলাদেশে পাচার করেছে বলে অভিযোগ। যদিও ওই অভিযুক্ত যুবকের আধার কার্ড, ভোটার কার্ডের ঠিকানা ভূল বলে জেনেছেন তদন্তকারীরা।গত ১৬ আগস্ট কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিলেন এই তরুণীর পরিবার। ভিডিওকলে তাঁর মেয়ের সাথে কথা হয়েছিল। এমনকি তরুণীর বাবা বাংলাদেশ গিয়েও দেখা পাননি মেয়ের।এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট একযোগে সিআইডি, সিবিআই, ইন্টারপোল কে অপহৃতা কে উদ্ধারে ১৬ সেপ্টেম্বর অবধি সময়সীমা বেঁধে দিয়েছে।