ভারতে করোনা শেষ পর্যায়ে? হু বিজ্ঞানীর দাবি
সেখ সামসুদ্দিন ,
চলতি সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর বিজ্ঞানী সৌমা স্বামীনাথন জানিয়েছেন – ‘ ভারতের বর্তমান পরিস্থিতিতে বলা যায় করোনা মহামারীর শেষের শুরু।ভারতে এখন করোনা ‘এন্ডোমিক’ পর্যায়ে। ২০২২ সালের আগেই এর ভয়াবহতা আর থাকবেনা ‘। এন্ডোমিক বলতে বোঝায় – ‘ যে পর্যায়ে পৌঁছে একটা জাতি ভাইরাস কে সঙ্গে নিয়ে বাঁচতে শিখে যায়।ভাইরাস কে সঙ্গী করে জীবন কাটায়।সেই পরিস্থিতি কে এন্ডোমিক বলে। হু বিজ্ঞানীর আশা আগেকার মত সংক্রমণ হার বাড়বেনা।শিশুদের অযথা আতঙ্কিত হয়ে লাভ নেই।মারণ ভাইরাস করোনার থাবায় ৪ লক্ষ ৩৬ হাজার মত ব্যক্তি মারা গেছেন। করোনার তৃতীয় ঢেউ নিয়ে বিশেষজ্ঞদের হুশিয়ারি ছিল আগামী অক্টোবর মাসে করোনার বাড়বাড়ন্ত ঘটবে বেশি।ঠিক এইরকম পরিস্থিতিতে তৃতীয় ঢেউ এর মধ্যে সর্বনিম্ন কেস দেখা গেল দেশে।যা রীতিমতো নজিরবিহীন। গত মার্চ মাস থেকে এখনও অবধি এই হার সর্বনিম্ন বলা যায় শতকরা ১ % এর নিচে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে – গত একদিনে ২৫ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা শতকরা বিচারে ১% এর কম।গত একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন।সারা দেশে করোনা রোগী রয়েছে ৩ লক্ষ ১২ হাজার মত।ইতিমধ্যেই দেশে ৫৮ কোটি ৮৯ লক্ষ ৯৭ হাজার ৮০৫ জন ভ্যাক্সিন নিয়েছেন। পশ্চিমবাংলায় আবার ১ কোটি মানুষ করোনার দুটি ভ্যাক্সিন নিয়েছেন। যা স্বাস্থ্যকর্মীদের লাগাদার সাফল্যের ফল।