খায়রুল আনাম,

বীরভূম : বোলপুরের একটি বেসরকারী লজে সন্ধ্যায় আগুন লাগলে আতঙ্ক ছাড়ায় এলাকায়। ওই লজটি ভুবনডাঙার মতো জনবহুল এলাকায় রয়েছে। খবর পেয়ে দমকলের একটি গাড়ি গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লজটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিলো না বলে দমকল কর্মীরা স্বীকার করেছেন।

Leave a Reply