আলগা খোঁপা
স্মৃতি মল্লিক সাহা
শীতের ফুলোদল ,
কবিতার গন্ধে বিহবল ।
শয়ন শেষে উচ্ছ্বাসে ব্যাকুল ,
থরে থরে আম্রমুকুল।
বাঁশির সুর কলমে জাগে তরঙ্গ তান ,
কখন যে আনমনে গড়িয়ে গেল বেলা ,
গাইতে রবির জয়গান।
সে কথা বাকি , নয়ন মুদি মনের জমা কথা,
আজকে কেনো আবেগ ভেঙে জড়িয়ে ধরে ব্যথা?
পলাশ খোঁপা আলগা করার আলতো ছোঁয়া?
আদর ছলে গালের আবীর ধোয়া।
আজকে তোমায় গভীর ভাবে দেখি,
তাকিয়ে দেখ মনের মত সেজেছি কেমন সখী।
স্মৃতির দ্বারে পড়ল যখন আলো
আবগে আজ বিহ্বল হয়ে পড়ি,
কালবোশেখীর নিকষ অন্ধকারে…
অমিল থাকা হিসেব গুলো কেমন করে গড়ি?
তোমার জন্য পরেছিলাম বাসন্তী রঙ শাড়ি,
হরিৎ ক্ষেতে খু্ঁজে এলাম কোথায় ছিলে, এমন ভাবে কেউ কি করে আড়ি?
সাধ্য কি আজ পাঁজর ভেঙে গড়ব নতুন বাড়ি !!