Spread the love

প্রজাতন্ত্র

মালবিকা পাণ্ডা

শুনরে বলি কেল্টু ,বিল্টু , শুনরে বলি সান্টা
প্রজাতন্ত্র দিবস আর মাত্র কয়েক ঘন্টা।

তারপর সব যেমন ছিল,তেমনি চলবে একা
গেরুয়া,সাদা,সবুজের আর পাবি না দেখা।

কান পাতলেও পাবি না আর বন্দেমাতরম ধ্বনি
ঝিঙকু টুম্পায় মাতবে সবাই সঙ্গে হাত তালি।

ত্রিরঙ্গা সব রইবে পড়ে পৌরসভার ডাস্টবিনে
তারা কি কেউ জানে প্রজাতন্ত্রের মানে ?

কুড়িয়ে নিয়ে গায়ে জড়িয়ে সুখে ঘুমোয় তারা
এরাই আসল দেশপ্রেমিক পথশিশু যারা।

জানে না এরা স্বাধীনতা বোঝে না প্রজাতন্ত্র,
পতাকা শুনেছে দেশের গর্ব “জয় হিন্দ” মূল মন্ত্র ।

কে আর মনে রাখবে আর বীর সুভাষের নাম !
ফাঁসীর দড়ি পরলো কেন শহীদ ক্ষুদিরাম !

যা হচ্ছে হতে দে এটাই এখন নিয়ম,
একটা দিনই মাতবে দেশ করবে সরগরম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *