৬ মে অবধি জেল হেফাজত বিকাশ মিশ্রের 

ওয়াসিম বারি

শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সিবিআই এজলাসে কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে আদালতে পেশ করা হলেও শুনানি হল না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ৬ মে  অর্থাত্‍ ৬ মে পর্যন্ত জেল হেফাজতে  থাকতে হবে বিকাশ মিশ্র কে । ওই দিনই ফের কয়লা ও গরু পাচারের দুই মামলারই শুনানি  হবে আদালতে বলে জানা গেছে । কয়লা পাচারকাণ্ডের পাশাপাশি এবার গরু পাচারকাণ্ডেতেও  অভিযুক্তর তালিকায় বিকাশের নাম উঠে এসেছে। গত ৮ এপ্রিল আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেওয়ার সময় কয়লা পাচার কাণ্ডে  বিকাশ মিশ্র কে গ্রেফতার করা হয়েছিল।সেদিন আসানসোল সিবিআই এজলাসের  বিচারক কয়লা পাচার কাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ১০ দিনের সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী  ৬ মে। 

Leave a Reply