Spread the love

হাইকোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের জীবন ও জীবিকা রক্ষা করতে ডিজি কে নির্দেশ রাজভবনের

নিজস্ব প্রতিনিধি,

কলকাতা হাইকোর্টের আইনজীবী ও সাংবাদিক মুকুল বিশ্বাসের জীবন ও জীবিকা বাঁচানোর জন্য রাজ্য পুলিশের ডিজি কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল রাজভবন। পাশাপাশি এই আইনজীবীর ওপর পুলিশ, মাফিয়া এবং রাজনৈতিক নেতাদের যে সম্মিলিত অত্যাচার চালানো হচ্ছে তার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে রাজভবন।গত সোমবার এই মর্মে রাজ্যপালের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ডিজি কে। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে আবেদনকারী আইনজীবী মুকুল বিশ্বাসকেও।জানা গেছে, হাইকোর্টে একটি মামলা জেতার পর গত মাসের শেষ দিকে প্রথমে আইনজীবীর দুই মক্কেলকে মারধর করা হয়। এরপর আইনজীবী মুকুল বিশ্বাসের নদিয়া চাকদার বাড়িতে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও পুলিশের নেতৃত্বে রাতভর তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ । তার বাড়ি, গাড়ি, চেম্বার, জিম ভেঙে দেওয়া হয়। চলে গুলি বোমা। রানাঘাট জেলা পুলিশের উপস্থিতিতে এই আইনজীবী এবং তার মক্কেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন অবশ্য শতাধিক আইনজীবীর সওয়াল-জবাবে আদালত থেকে জামিন পেয়েছিলেন তারা। অভিযোগ, তবে পুলিশ ও শাসক দলের তরফে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এই আইনজীবী কে। সপরিবারে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। দিন দশেক আগে ঘটনার বিস্তারিত জানিয়ে রাজ্যপালকে চিঠি দেন তিনি।
মুকুল বিশ্বাস জানিয়েছেন, -‘ স্থানীয় পঞ্চায়েত প্রধান গরু পাচার এবং অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত। পঞ্চায়েত প্রধান ও চাকদা থানার আইসি সহ একাধিক পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা লড়ছেন তিনি। তাতেই পুলিশ এবং শাসকদলের রাগ’। তার মামলায় পঞ্চায়েত প্রধানের ভাই ও চকদা থানার মেজবাবু তিন মাস জেল খেটেছেন। এলাকায় তোলাবাজি বন্ধ। এতেই পুলিশের একাংশ ও স্থানীয় নেতাদের রাগ তার ওপর। তাকে একাধিক মিথ্যে মামলাতেও ফাঁসানো হয়েছে বলে তিনি জানান। চলতি সপ্তাহে রাজ্যপালের চিঠি পেয়ে তিনি খুশি। রাজ্যপাল সঠিক পদক্ষেপ করেছেন। সুবিচার পাবেন বলে আশাবাদী এই সাংসদ ।তবে অভিযুক্তদের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *