সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বাঁকুড়া জেলার হিড়বাঁধ থানা পুলিশ প্রশাসনের পরিচালনায় পথ নিরাপত্তা নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হিড়বাঁধ থানা এলাকার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে ।সেখানে থানার পুলিশ আধিকারিক বৃন্দ উপস্থিত থেকে শিবিরে আগত মানুষদের সচেতনতার পাঠ দেন ।এ ব্যাপারে হিড়বাঁধ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বর্ণালী সরকার বলেন বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি বিভিন্নভাবে পালিত হচ্ছে আমরাও পিছিয়ে নেই । পথ নিরাপত্তাসচেতনতার লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও নানা কর্ম পরিকল্পনা চলছে ।কখনো গাড়িচালকদের চক্ষু পরীক্ষা শিবির , কখনো হেলমেট বিহীন মোটর সাইকেল আরোহীদের ও চালকদের রাস্তায় থামিয়ে সচেতন করা হচ্ছে আবার কখনও শিবির করে সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা ও সচেতনতা নিয়ে আলোচনা শিবির করা হচ্ছে। আবার কখনো রক্তদান শিবির এর মধ্য দিয়ে সচেতনতা বার্তা দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে।আমরাও সেই কর্মযজ্ঞে সামিল হয়েছি।

Leave a Reply