Spread the love

শুভদীপ ঋজু মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে সারেঙ্গা থানা পুলিশের পরিচালনায় পথ নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতার রেলি অনুষ্ঠিত হলো সারেঙ্গা বাজারে।এছাড়া বাজারে বিভিন্ন মোড়ে প্লেকার্ড
ও ফেস্টুন হাতে পুলিশকর্মীরা সচেতনতার বার্তা দেন এবং রাস্তার উপরে আসা হেলমেট বিহীন বাইক আরোহীদের রাস্তার উপর দাঁড় করিয়ে সচেতনতার বার্তা দেন, এছাড়া বাস, ট্রাক্টর লরি চালকদের সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেন ।এ ব্যাপারে সারেঙ্গা থানার আইসি সুজিত ভট্টাচার্য বলেন এটা আমাদের ধারাবাহিক কর্মসূচি। সপ্তাহে একদিন এই ধরণের পদযাত্রা আমরা করে থাকি। এছাড়া বিভিন্ন কর্মসূচি থানা থেকে পালন করা হচ্ছে ।পথ দুর্ঘটনা কমাতে পুলিশের পক্ষ থেকে বারবার বিভিন্ন জায়গায় আবেদন জানানো হচ্ছে তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে ।বাড়ির সকলেই যদি সচেতন হন তাহলে আগামী দিনে পথদুর্ঘটনা বন্ধ হবে। গাড়িচালকদের প্রতি আমাদের আবেদন মনে রাখবেন আপনার জন্য কেউ অপেক্ষা করে আছে তাই সেই কথা মাথায় রেখে সাবধানে গাড়ি চালান জীবন বাঁচান সব সময় হেলমেট ব্যবহার করুন সতর্ক থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *