হাম রুবেলা টীকা করনে সচেতনতার বার্তা দিতে পদযাত্রা সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- হাম রুবেলা টীকা করনের প্রচার অভিযান তথা জনগণের কাছে সচেতনতার বার্তা দিতে সিউড়ি পৌরসভার উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় শুক্রবার। সিউড়ি পৌরসভা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। এদিন সিউড়ি বেণীমাধব স্কুল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে সিউড়ি বাসস্ট্যান্ডে গিয়ে সম্পন্ন হয়।উল্লেখ্য পশ্চিম বঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও জেলাব্যাপী বিভিন্ন স্তরে হাম রুবেলা টীকা করনের প্রচার অভিযান চালানো হচ্ছে।