গরমে তীব্র জলকষ্ট মেটাতে পানীয় জলের মেশিন হাওড়ায় 

প্রতি বছর গরম পড়তেই হাওড়া শহরে তীব্র পানীয় জলের সঙ্কট শুরু হয়। পানীয় জলের সমস্যা মেটাতে এবার এগিয়ে এল হাওড়ারই এক স্বেচ্ছাসেবী সংস্থা লক্ষী কাশি চ্যারিট্যাবল ফাউন্ডেশান। সংস্থার উদ্যোগে হাওড়ার টিকিয়াপাড়ায় টি এইট বাস স্ট্যান্ড সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ড অফিসের সামনে সর্বসাধারনের জন্যে বিনামূল্যে পানীয় জলের মেসিন বসানো হল।
আজ শুক্রবার এক অনুষ্ঠানে এই ঠান্ডা পানীয় জল পরিষেবার উদ্বোধন করেন লক্ষী কাশি চ্যারিট্যাবল ফাউন্ডেশানের দুই নির্দেশক কাশীনাথ দাস ও লক্ষী দাস। উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার  স্থানীয় প্রাক্তন মেয়র পারিষদ  দিব্যেন্দু মুখার্জী প্রমুখ।
কাশীনাথ দাস বলেন, এর আগেও তিনি জেলেপাড়া এলাকায় এরকম একটি জলাধার দিয়েছেন সাধারন মানুষের ব্যাবহারের জন্যে। এই জলাধার ছাড়াও আগামীদিনে আরো কয়েকটি জলাধার দেওয়ার ইচ্ছা আছে তার। তবে অনেক জলাধার খারাপ হয়ে গেলে আর সারানো হয়না।তাই তিনি এলাকার ক্লাব ও সাধারন মানুষের কাছে অনুরোধ করেন সাধারন মানুষ যাতে সারাবছর এখান থেকে ঠান্ডা জল পেতে পারেন তাই এগুলি রক্ষনাবেক্ষনে সকলকে এগিয়ে আসতে হবে। 

Leave a Reply