সিপাহী হতে হবে
মারুফ খাঁন
দুঃখের নাম,
স্বাধীনতা হরণকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়
প্রতিবাদী অতন্দ্র নিদ্রায়।
চারিদিকে যা চলছে,মনে হচ্ছে,
মেঘ ভেদ করে আসবে কালাপাহাড় খুব তাড়াতাড়ি
দুঃসময়ের সঙ্গী হয়ে।
হয়তো,
আরো কিছু দেখার বাকি আছে,শুয়ে শুয়ে ভাবছে
প্রতিবাদী এখনোও নিদ্রায়।
নিজেকে সাজিয়ে নিচ্ছে,দুঃখের নাম
দুঃসাহসিক সিপাহী হতে হবে।