‘সাহিত্যের আলোকে’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
কাজী নূর।। বর্ণাঢ্য আয়োজনে ‘সাহিত্যের আলোকে’ পত্রিকার মোড়ক উন্মোচন এবং বার্ষিক সাহিত্য উৎসব রবিবার ২৪ ডিসেম্বর দুপুর ২টায় হুগলি জেলার শ্রীরামপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে প্রকাশনা উৎসবে ‘সাহিত্যের আলোকে’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অধ্যক্ষ ড. সমরেন্দ্রনাথ ঘোষ। সভায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উত্তম কুন্ডু।
মঞ্চে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী, সমাজসেবক সুযশ কান্তি দত্ত, তন্দ্রা ভট্টাচার্য, ধীরেন্দ্রনাথ রায় প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত কবি আহমদ রাজু এবং কাজী নূর।
শর্মিষ্ঠা রায় এবং পুষ্পিতা চ্যাটার্জী দত্ত’র সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন সুশীল কুমার রায়, মিলন কুমার ভৌমিকসহ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন ঐশী চক্রবর্তী। সঙ্গীত পরিবেশন করেন, তারাপদ ধল, বেতার শিল্পী প্রদীপ ঘোষ, লক্ষী কোলে, দীপ মজুমদার, পার্থ প্রতীম চট্টোপাধ্যায়সহ আরো অনেকে। সাহিত্যের আলোকে পত্রিকায় যাদের লেখা প্রকাশিত হয়েছে তাদের মধ্যে ছিলেন, সুধন রঞ্জন পাল, সুজিত সাধুখাঁ, অনুরাধা চক্রবর্তী, প্রশান্ত হালদার, কুমারেশ সর্দার, শম্পা ঘোষ, দেবকী দুলাল চক্রবর্তী, বিমল চন্দ্র পাল, শিব শঙ্কর বকসী, তন্দ্রা ভট্টাচার্য, সঞ্জীবন রায়, দীপক কুমার মৃধা, অমর কুমার দাস, অনিমেষ চট্টোপাধ্যায়, সুমিত্রা পাল, স্মৃতি কণা চট্টোপাধ্যায়, নীল রতন ব্যানার্জী, জয়দেব মান্না, মীনা রায়, সিক্তা দত্ত, শিবানী পাঁজা, রুপা দত্ত চৌধুরী, জ্যোৎস্না হালদার, সৌমী দত্ত, স্বপ্না ব্যানার্জী বসাক, আজিবুল সেখ, সরস্বতী অধিকারী, শিলাবৃষ্টি, শর্মিষ্ঠা রায়, পুষ্পিতা চ্যাটার্জী দত্ত, অর্পিতা রায় হালদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভা মঞ্চে উপবিষ্ট সকল অতিথিকে সাহিত্যের আলোকে পত্রিকার পক্ষে সংবর্ধনা দেওয়া হয়। সভার মধ্যভাগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাহিত্যের আলোকে পত্রিকার সম্পাদক বরুণ বন্দ্যোপাধ্যায়।