সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন দুর্গাপুরে ~
অন্তরা সিংহরায়
সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ দিবস পালিত হল দুর্গাপুরের সিটিসেন্টারের ছন্দবীণা নামক এক সংস্থার আয়োজনে। কবির প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শ্রী নরেন্দ্রনাথ দও ,সুমন শেঠ , দীনবন্ধু বালিয়াল, সুমিতা মুখার্জি,সিদ্ধেশ্বর শেঠ , অন্তরা সিংহরায় , পরিমল দাস , শঙ্কর ঘোষ, শশাঙ্ক শেখর ঘটক ,বাণী রায় প্রমুখ শিল্পীরা । গান ,কবিতা ও আবৃত্তির অনবদ্য উপস্থাপনার মধ্য দিয়ে শিল্পীরা সাম্যবাদী কবিকে শ্রদ্ধা নিবেদন করেন ।