সাড়ম্বরে বিশ্ববাংলা অনুশীলন পত্রিকার শারদ সংখ্যা উদ্বোধন
হাফিজুল ইসলাম,কলকাতা
সম্প্রীতি বিশ্ববাংলা অনুশীলনের শারদ পত্রিকা প্রকাশ হলো কৃষ্ণপদ মেমোরিয়াল হলে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, কবি আরণ্যক বসু, সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ, গবেষক ড. সমীর শীল, কবি দুর্গপদ মণ্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সম্পাদক অজিত কুমার রায়ের দুটি কাব্য ‘ আষাঢ় আলোয় অন্ধকারে’ ও ‘ সুবাসিত নি:শ্বাসপ্রশ্বাস, প্রকাশ হল।
এদিনের অনুষ্ঠানে বক্তৃতা,কবিতা পাঠ,আবৃত্তি,গান, পরিবেশন করা হয়।যা সকলের মুগ্ধ করেন।
সম্পাদক অজিত কুমার রায় বলেন,”সাহিত্যকে ভালোবাসি এটা নিয়েই বেঁচে থাকতে চাই,তাই অনেক বাধা প্রতিবন্ধকতা কাটিয়েও করে থাকি “
এছাড়াও উপস্থিত ছিলেন বরুণ চক্রবর্তী, শর্মিষ্ঠা রায়, ডা. অনন্যা রায়, দ্বীপান্বিতা বসু সরকার, কুমারেশ সরদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
এদিন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক কবি, আবৃ্তিকার,বাচিক শিল্পী ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহামানব বিদ্যাসাগর সম্মাননা পেয়েছেন গুণীজনেরা। স্বতঃস্ফূর্তভাবে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনজনা শীল।