সাইবার ক্রাইম সচেতনতা মঙ্গলকোটে
আমিরুল ইসলাম,
;দীর্ঘ লকডাউনে স্কুলগুলো বন্ধ ছিল। অসুবিধায় পড়েছিলেন স্কুল কর্তৃপক্ষ ।বাধ্য হয়ে অনলাইনে ক্লাস করাতে হয় ছাত্র-ছাত্রীদের। সেই কারণেই ছাত্রছাত্রীদের হাতে এখন স্মার্ট ফোন। আর স্মার্টফোনের দৌলতে সাইবার ক্রাইমে শিকার হচ্ছে কেউ কেউ ।শুধু তাই নয় অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে অনেক ছাত্রীর। ব্লকের সমস্ত ছাত্র-ছাত্রীদের বোঝাতে, আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস পালন করা হল মঙ্গলকোট ব্লকে ।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতি ও মঙ্গলকোট থানার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার পালিত হল আন্তর্জাতিক শিশু সুরক্ষা দিবস।মূলত বাল্যবিবাহ রোধ, মোবাইল ব্যবহারের ক্ষতি ও শিশুশ্রম বন্ধ করতে হবে ,এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, পূর্ব বর্ধমান জেলার সার্ভার ক্রাইম অফিসার সাবির উদ্দিন আহমেদ, চাইল্ড লাইনের আধিকারিক সুদেষ্ণা মুখার্জী ও ফাল্গুনী দে, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সভাপতিশ্রাবণী পাল ও মঙ্গলকোট থানার পুলিস অফিসার উত্তম সরকার, সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবক। মঙ্গলকোট ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই আজ স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্তা দেন যে, মোবাইল এর সঠিক ব্যবহার করতে হবে ও পড়াশোনায় মনোনিবেশ হতে হবে।শিশুদের নিরাপত্তা নিয়ে চিন্তিত অভিভাবক, চিন্তিত রাজ্য। আজকের এই আলোচনায় থেকে ছাত্রছাত্রীরা অনেকেই উপকৃত হবে বলে মনে করছেন মনোবিদরা।