সঙ্গী,
মধুমিতা হালদার
তোর আকাশের ধ্রুবতারা
চাঁদটাও হোক আমার কাছে দামী ,
তোর জীবনের রামধনুর রঙ
সেটাও মাখাতে চাই আমি।
তোর আকাশে পাখি হয়ে
ভেসে যেতে চাই দুর হতে দুর ,
থাকবো আমি তোর মায়াতে
লাগুক গায়ে অবলা রোদ্দুর ।
তোর আকাশে রাতের তারারা
মিটিমিটি চেয়ে হাসে ,
সেই চাওয়াতে মন যে খোঁজে
চোখের কোণেতে জল আসে।
তোর আকাশে মেঘবালিকার সাথে
মিলবো খেলার ছলে ,
এক নিমেষে তোর ছোঁয়া পেতে
তোকে খুঁজবো নানান কৌশলে।
তোর আকাশে জ্বলতে চাই
পুড়াতে চাই অন্যায় সব আবদার ,
তেজের দাপটে মিথ্যেরা হবে শেষ
সেটাই হবে আমার জয়জয়কার ।