সেখ সামসুদ্দিন, ৫ ডিসেম্বরঃ আজ শশীনাড়া সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত কৃতী ছাত্র-ছাত্রী ও এলাকার পর্বত আরোহীকে সম্বর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী, শশীনাড়া সমবায় সমিতির প্রাক্তন সেক্রেটারি জগদ্বন্ধু ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান স্বপন ব্যানার্জী সহ শশিনারা সমবায় সমিতির প্রাক্তন ডিরেক্টরগণ, পঞ্চায়েতের সদস্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ। শশীনাড়া গ্রামের সমন্বয় হলে ২০২০, ২০২১, ২০২২ এই তিন বছরের মাধ্যমিক উত্তীর্ণ ১০২জন কৃতী ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা দেয়া হয়। একই সঙ্গে পৃথিবীর অন্যতম ভয়ংকর কঠিন পর্বত শৃঙ্গ ইন্দ্রাসন জয়ী ওমর ফারুককে সম্বর্ধনা দেওয়া হয়।

Leave a Reply