সুভাষ মজুমদার,
হুগলীর শ্রীরামপুর পৌরসভার উদ্যোগে ও ওয়ার্ডের কো অর্ডিনেটার শিখা রায় ও প্রাক্তন কাউন্সিলর শম্ভু রায়ের সহযোগিতায় ১২ নং ওয়ার্ডের গভীর নলকূপের শুভ উদ্বোধন করলেন শ্রীরামপুর পৌরসভার প্রশাসক গৌর মোহন দে।উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান শ্রী অমিয় মুখার্জী,উপ প্রশাসক শ্রী উত্তম নাগ, প্রশাসক বোর্ডের সদস্য গিরিধারী সাহা, জয়দীপ মুখার্জী,কো অর্ডিনেটার শান্তনু গাঙ্গুলী ।