খায়রুল আনাম,
বীরভূম : সরকারিভাবে শেষ হয়ে গিয়েছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষমেলা। বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের পরিবর্তে এবার শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠের পৌষমেলা হয়েছে রাজ্য সরকারের অনুমতিক্রমে জেলা প্রশাসনের উদ্যোগে। সেই সময়ই জানিয়ে দেওয়া হয়েঋিলো যে, পাঁচ দিনের পৌষমেলা শেষ করে, মেলামাঠ পরিচ্ছন্ন করে তা বিশ্বভারতীর হাতে ফিরিয়ে দেওয়া হবে। বোলপুরের মহকুমাশাসক অয়ন নাথ একাধিকবার মেলামাঠে গিয়ে ব্যবসায়ীদের উঠে যাওয়ার আবেদন জানানো সত্বেও তা মান্যতা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে। মেলার একাধিক গেট বন্ধ করে দেওয়া হলেও অন্যত্র দিয়ে পিলপিল করে মানুষ ঢুকে পড়ছে মেলা মাঠে। যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেলা উঠিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কয়েকটি গেট বন্ধ করে দিয়ে তাতে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে। আবার যে অংশ থেকে দোকানপাট উঠে গিয়েছে সেই অংশও পরিষ্কার করে দেওয়া হয়নি। সর্বত্র ছড়িয়ে রয়েছে আবর্জ্জনা। যা পরিবেশের পক্ষে ক্ষতিকর হয়ে উঠছে।