লালন কান্ডে আস্থা সিআইডিতেই, জনস্বার্থ মামলা খারিজ 

খায়রুল আনাম

গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে লালনের রহস্য মৃত্যু সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখা হয়েছিল।বুধবার তা ঘোষণা করা হয়েছে। রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির উপর আস্থা রাখলো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন লালন সেখের মৃত্যুর তদন্ত নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ডিভিশন বেঞ্চের নির্দেশ, -‘ রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতেই বহাল থাকবে তদন্তভার’। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, -‘ বিচারপতির নজরদারিতে অনুসন্ধানের যে আবেদন করা হয়েছিল তার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে আদালত’।

গত সোমবার এই জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছিল প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।মামলাকারীর পক্ষ থেকে জনস্বার্থ মামলাটি হাইকোর্টে গ্রহণ করার আবেদন জানানো হয়েছিল। এর পাশাপাশি লালনের মৃত্যুরহস্যের কিনারা করতে হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদনও জানানো হয়েছিল। মামলাকারীর পক্ষে আরও  বলা হয়েছিল, -‘সিআইডি এই তদন্ত করার বিষয়ে দক্ষ নয়’। মামলাকারীর আইনজীবী ডিভিশন বেঞ্চের কাছে এই মৃত্যুরহস্যের অনুসন্ধান করার জন্য নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর আবেদন জানান। রাজ্যের হাতে তদন্তভার না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছিল।উল্লেখ্য , এই বিষয়ে কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী রাজ্যের বিরুদ্ধে  অভিযোগ এনে জানিয়েছিলেন,-‘  তদন্তের নামে সিবিআই অফিসারদের অযথা হয়রানি করা হচ্ছে’। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে। শুধু মাত্র লালনের স্ত্রীর দাবির প্রেক্ষিতে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মৃত্যুর আগে লালনের স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট উল্লেখ করে তিনি জানান, -‘ লালন মানসিক এবং শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশকুমার মিত্তলের নেতৃত্বে একটি কমিটি এই ঘটনাটির তদন্ত করছে’। ইতিপূর্বে  লালন সেখের রহস্য মৃত্যু মামলা হাইকোর্টে উঠলে সিআইডির হাতেই তদন্তভার রেখেছিল সিঙ্গেল বেঞ্চ। তবে তদন্ত করার সময় সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে ওই বেঞ্চ। সেই মতোই তদন্ত চলছে । এরপর বুধবার জনস্বার্থ মামলাটি খারিজ করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। 

Leave a Reply