Spread the love

৮ বছর পর নেতাই মামলায় অভিযুক্ত চন্ডীচরণ করণের জামিন মঞ্জুর ডিভিশন বেঞ্চে 

অনিন্দ্য চট্টরাজ

বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নেতাই গণহত্যা মামলায়  এক অভিযুক্ত চণ্ডীচরণ করণের জামিন মঞ্জুর করেছে । এদিন তাঁর জামিন মঞ্জুর হয়েছে কলকাতা হাইকোর্টে। ওই কাণ্ডে আগেই জামিন পেয়েছিলেন ফুল্লরা মণ্ডল। সেই একই যুক্তিতে এবার জামিন পেলেন চণ্ডীচরণও বলে জানা গেছে ।এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি চলে । প্রায় ৮ বছর ধরে জেলবন্দি চণ্ডীচরণ করণ । তবে বুধবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করে  কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে ওই মামলায় জামিন পেয়েছিলেন ফুল্লরাও। গত ২০১৪ সালে গ্রেফতার হয়েছিলেন তিনি। গত অগস্ট মাসে ফুল্লরার জামিনের আর্জি মঞ্জুর করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। সেই মোতাবেক এ বার ৮ বছর বাদে জামিন পেলেন চণ্ডীচরণ করণ। আদালত সুত্রে প্রকাশ, গত ২০১১ সালের ৭ জানুয়ারি লালগড়ের নেতাইয়ে সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে গ্রামবাসীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার জেরে মৃত্যু হয় ৪ মহিলা-সহ ৯ জনের। জখম হন ২৮ জন। প্রথমে সিআইডি ওই মামলার তদন্ত করে। পরে তদন্তভার নেয় সিবিআই। ওই কাণ্ডে সিপিএমের তত্‍কালীন বিনপুর জোনাল সম্পাদক অনুজ পাণ্ডে-সহ ২০ জন সিপিএম নেতা-কর্মী গ্রেফতার হয়েছিলেন।এদিন অভিযুক্ত হিসাবে চন্ডীচরণ করণ জামিন পেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *