রাজ্য কো অর্ডিনেশন কমিটির কুড়িতম বীরভূম জেলা সম্মেলন, সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- রবিবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় কুড়ি তম বীরভূম জেলা কমিটির সম্মেলন। সম্মেলন উপলক্ষে এদিন সিউড়ি শহরে এলাকায় একটি পদযাত্রা আয়োজন করা হয়। সম্মেলনে যে সমস্ত দাবি গুলির বিষয়ে আলোচনা করা হয় তার মধ্যে কর্মীদের বকেয়া ৩৫ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান। সাড়ে চার লক্ষ শূন্য পদ পূরনের ব্যবস্থা গ্রহণ। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ, শূন্য পদ গুলি অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ। স্বজন পোষণ দুর্নীতি রোধ এবং স্বচ্ছতা ভাবে নিয়োগ। এছাড়াও আগামী ২৪ থেকে ২৬ শে ডিসেম্বর জলপাইগুড়ি শহরে অনুষ্ঠিত হবে রাজ্য সম্মেলন সেই উপলক্ষে ও আজ এই সম্মেলনে আলোচনা করা হয় বলে এক সাক্ষাৎকারে জানান রাজ্য কোঅর্ডিনেশন কমিটির জেলা সম্পাদক উজ্জ্বল মুখোপাধ্যায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কো অর্ডিনেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আশীষ ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে আগত প্রতিনিধি বৃন্দ।