লোকসভা ভোটকে সামনে রেখে দেয়াল লেখাের মধ্যে দেখা যাচ্ছে কোন পার্টি কৌতুক চিত্র করছেন তো অন্য কোন পার্টি নিজেদের হিট প্রকল্প গুলোকে মানুষের সামনে তুলে ধরছে।

লোকসভা ভোটের প্রথম প্রচার হল দেওয়াল লিখন আর এই দেওয়াল লিখনে বিভিন্ন ধরনের কৌতুক চিত্র উঠে আসে মানুষের চোখের সামনে। মানুষ উপভোগ করে এই নতুন ধরনের প্রচেষ্টাকে। হাওড়া শহর জুড়ে দেখা যাচ্ছে CPIM ও TMC পার্টির কর্মীরা দেওয়াল লিখনে কৌতুক চিত্র ও নিজেদের হিট প্রকল্প গুলোকে সামনে তুলে ধরছে। মহিলারাও পেছনে পড়ে নেই তারাও এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দেয়াল লিখছেন। বিজেপির বালি বিধানসভার প্রাক্তন সম্পাদক সৌম্য ঘোষ জানান যে এগুলো হাস্যকর নিজেদের প্রকল্পগুলোকে যে প্রকল্প গুলো মানুষ উপভোগ করছে সেগুলোকে নতুন করে চোখের সামনে তুলে ধরার কি দরকার আছে মানুষ তো পাচ্ছে। তো আবার নতুন করে তুলে ধরার কি কারণ আছে তার সঙ্গে আরো বলছেন নিশ্চয়ই তারা ভয় পেয়ে গেছ। বলেই এই ধরনের কর্মকাণ্ডে মেতে উঠেছে। সিপিএম রাজ্য কমিটির সদস্য শংকর মৈত্র জানাচ্ছেন দেওয়ালে এইসব লেখার অর্থ একই নিজেদের প্রতি ভরসা হারিয়ে ফেলেছে টিএমসি সরকার। তাই নিজেদের প্রকল্প গুলোকে সামনে তুলে ধরতে হচ্ছে। আর টিএমসি নেতা রায়চরণ মান্না জানাচ্ছেন যে মানুষ সর্বদাই তাদের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আর আমরাও মানুষের পাশে সারাক্ষণ রয়েছে। কি কি পরিষেবা রয়েছে সেগুলো আরো মানুষের চোখের সামনে তুলে ধরার এই প্রচেষ্টাকে কিছু লোকে কটাক্ষ করলেও আমরা আমাদের কাজ করে যাব। ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ও ব্যুরো চেয়ারপারসন বিশ্বনাথ দাস তিনিও একই কথা বলেন যে সারা বছর আমরা মানুষের পাশে থাকি। নতুন করে আর তাদের জানাতে হবে না তবে এই প্রকল্পগুলো তুলে ধরার একটাই লক্ষ্য সেটা হচ্ছে মানুষ উপভোগ করছে প্রত্যেকটা প্রকল্প এবং এই প্রকল্পগুলো উপভোগ করতে পারে যে সকল মানুষের কাছে এখনো পৌঁছয়নি। তারা যাতে করে এই সকল প্রকল্প উপভোগ করতে পারে। তারই প্রচেষ্টা করছি আমরা। এখন প্রশ্ন একটাই উঠছে যে এই কৌতুক চিত্র ও প্রকল্পের যুদ্ধে কে হবে জয়ী?

Leave a Reply