খায়রুল আনাম,
ব্রিটিশ ভারতে স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বঙ্গভঙ্গের অভিসন্ধি ব্যর্থ করতে ১৯০৫ সালের ১৬ অক্টোবর বাঙালীর ঐক্যবন্ধনের ডাক দিয়েছিলেন। প্রচারে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ বসু, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, বিপিনচন্দ্র পাল। রবীন্দ্রনাথ বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হউক পুণ্য হউক গেয়ে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ব্রিটিশ অভিসন্ধির বিরুদ্ধে একজোট হতে। আর সময়ের প্রেক্ষিতে আজ দেখা গেল রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনে রাখি উৎসব পালিত হলো উপাসনা গৃহের সামনে রাজনৈতিক দলের পতাকা হাতে নিয়ে। কেউ একে সমর্থন করলেন আবার কেউ বা করলেন নিন্দা। আর আশ্রমিকরা বলছেন, এটা অভিপ্রেত ছিলো না। হয়তো আগামীতে দেখা যাবে, আরও কোনও দল এভাবেই এখানে উৎসব করছে। কিন্তু মূল প্রশ্ন হলো, প্রকৃত রবীন্দ্র ভাবনা, শিক্ষাদর্শের কী হবে ? রবীন্দ্র ভাবনা, দর্শনকে নিশ্চয়ই এইসব ঘটনার সঙ্গে জড়ানো যায় না। কিন্তু আমাদের সে সমাজ জীবন তার ব্যপ্তি কী এতে খাটো হয়ে যায় না ? এই প্রশ্নের উত্তর খোঁজারও নিশ্চয় প্রয়োজন রয়েছে। অন্যথায় যে আমাদের আরও অনেক কিছুই হারাতে হবে। হায় গুরুদেব! আমরা আর কতো কী হারাবো ?
ছবি প্রতীকী