সুপ্রকাশ চক্রবর্তী,

দক্ষিন শহরতলি বিবেকের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল কলকাতার যাদবপুর সুপার মার্কেটের সামনে। অষ্টম বর্ষের এই রক্তদান  শিবিরের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী।উপিস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট মানুষ। বৃষ্টিকে উপেক্ষা করেই বহু মানুষ এই শিবিরে এদিন রক্তদানে অংশ নেন।
দক্ষিন শহরতলি বিবেকের সম্পাদক রাম পাল বলেন, কোভিড মহামারির পর থেকেই রক্তের চরম আকাল শুরু হয়েছে চারিদিকে৷ এই পরিস্থিতিতে রক্তের যোগান বৃদ্ধি করতে এবং এলাকার মানুষ যাতে বিপদে আপদে তাদের কাছ থেকে কার্ড নিয়ে গিয়ে রক্ত সংগ্রহ করতে পারে তাই এই উদ্যোগ। 

Leave a Reply