যত সময় কমছে ততই প্রচারের ঝাঁঝ বাড়ছে
সেখ সামসুদ্দিন, ৪ জুলাইঃ যত সময় শেষ হয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়ছে তৃণমূল কংগ্রেসের। ব্লকের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন অঞ্চলে প্রচারে চষে বেড়াচ্ছেন নেতৃত্ববৃন্দ। আজ ব্লকের জামালপুর ২অঞ্চলের কাঁশরা থেকে একটি মিছিল করে ঝুলনতলা হয়ে নন্দীরোডে গিয়ে শেষ হয় এবং সেখানে একটি জনসভা করা হয়। উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাসবিহারী হালদার, সাংসদ সুনীল মন্ডল, ব্লক সভাপতি মেহেমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, ব্লক নেতা শুভ্রনীল চৌধুরী সহ অঞ্চল সভাপতি ও অন্যান্যরা। এরপর এখান থেকে গোপীকান্ত পুরে একটি সভা করেন তাঁরা। বিধায়ক অলোক কুমার মাঝি পারাতল ১ অঞ্চল, জৌগ্রাম অঞ্চল ও পাঁচড়া অঞ্চলের প্রার্থীদের সমর্থনে প্রচার করেন তিনি।