ময়দানে পার্কিং দেখতে আদালতের পাঁচ সদস্যের কমিটি
মোল্লা জসিমউদ্দিন,
ময়দানে পরিবেশের স্বাস্থ্য ঠিক রাখতে অনেক আগেই ঐতিহ্যবাহী বইমেলা সরে গেছে কলকাতার ময়দান থেকে।সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্বতঃস্ফূর্তভাবে মামলা দাখিল করে ময়দানে যততত্র পার্কিং রুখবার ব্যবস্থা নেয়।এই মামলার শুনানি ছিল বুধবার।পরিবেশ রক্ষায় কলকাতার ময়দান চত্বরে সমস্ত ধরনের পার্কিং বন্ধের নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। তবে তাতে কিছুটা ছাড় চেয়ে ময়দান চত্বরের ডালহৌসি ক্লাব কলকাতা হাইকোর্টে আবেদন দাখিল করে থাকে। এই আবেদনের শুনানি হলো বুধবার। ডালহৌসি ক্লাবের পক্ষে আইনজীবী আদালত কে জানান – ‘ সেনাবাহিনীর তথ্য অনুযায়ী ব্লু জোনে তাদের তাবু।তাই ওই এলাকায় পার্কিং করার অনুমতি দিক আদালত ‘।সেনাবাহিনীর পক্ষে অতিরিক্ত সলিটর জেনারেল আদালত কে জানান – ‘ এই আবেদন টি নিয়ে পাঁচ সদস্যের কমিটি ময়দানের সমস্ত ক্লাবের সাথে কথা বলে রিপোর্ট জমা দেবে আদালতে ‘। এই মামলায় আদালত আজ কোন নির্দেশ দেয়নি।এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী নভেম্বর মাসে।এখন দেখার কলকাতার ‘ফুসফুস’ ময়দানে ডালহৌসি ক্লাব কে পার্কিং করার অনুমতি দেয় কিনা কলকাতা হাইকোর্ট?