সেখ সামসুদ্দিন, ১৪ ফেব্রুয়ারিঃ মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য‍্যের উদ্যোগে এক অঞ্চলে পারিজাত নগর ব্রিজের সন্নিকট এক অনুষ্ঠানের মধ্যে বিজেপি সিপিএম থেকে ছেড়ে আসা ও বেশিরভাগ সাধারন মানুষ তৃণমূলে যোগদান করেন। এদিন পারিজাত নগর এলাকার ৬০ জন ব্যক্তি বিধায়কের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন এবং বলেন মমতা ব্যানার্জীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং একইসঙ্গে এলাকার পঞ্চায়েত সদস্য গীতা বিশ্বাসের কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে তারা স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা তৃণমূল কংগ্রেসের সকল আচরণবিধি মেনে চলবেন। অনুষ্ঠানের শুরুতেই পুলওয়ামা কান্ডে শহীদ সেনাদের স্মৃতিচারণায ও আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে কার্যসূচি শুরু হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও মেমারি শহর তৃণমূল এর প্রাক্তন শহর সভাপতি অচিন্ত‍্য চ্যাটার্জী, সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, অঞ্চল সভাপতি জগদীশ শিকদার অঞ্চল সভাপতি পার্থ সিদ্ধান্ত, অঞ্চলের কার্যকরী সভাপতি অর্ক ব্যানার্জী এসসি ওবিসি সেলের সভাপতি তাপস বিশ্বাস কলা নবগ্রাম চক্রের শিক্ষক সংগঠনের সভাপতি মহঃ জাহাঙ্গীর, ব্লক ছাত্র সভাপতি রাহুল দেব ঘোষাল, জেলা ছাত্র সহ-সভাপতি মুকেশ শর্মা, ব্লক মহিলা সভাপতি গীতা দাস, গন্তার ১ অঞ্চলের রাম চন্দ্র মন্ডল সহ নেতৃত্ব। এদিন এলাকার কিছু মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল প্রদান করা হয়।

Leave a Reply