সেখ সামসুদ্দিনঃ আজ ২৫ ডিসেম্বর উপলক্ষে মেমারি প্রিমিয়ার লীগ কমিটির উদ্যোগে মেমারি নতুন বাস স্ট্যান্ডে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রিমিয়ার লিগের লোগো উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মেমারি পুরসভার প্রশাসক স্বপন বিষয়ী, সমাজসেবী নিত্যানন্দ ব্যানার্জী, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক রামকৃষ্ণ হাজরা সহ এমপিএল-এর সকল সদস্যবৃন্দ। এদিন প্রিমিয়ার লিগের দিনক্ষণ ঘোষণার আগে কেক কেটে বড়দিন উদযাপিত করা হয়, একই সঙ্গে ঘোষণা করা হয় আগামী ১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি এই প্রিমিয়ার লিগের ক্রিকেট প্রতিযোগিতা ১৬ টি দলের অংশগ্রহণে মেমারি নবপল্লী মাঠে হবে। এদিন অনুষ্ঠান মঞ্চে সন্ধ্যা থেকে এলাকার ছোট ছোট শিল্পীরা নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান করে এবং প্রিমিয়ার লীগের লোগো উদ্বোধনের পর সারেগামাপা খ্যাত শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনেকদিন পর এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ায় নতুন বাসস্ট্যান্ড চত্বরে দর্শকে ছিল পরিপূর্ণ। এমপিএল কমিটির সম্পাদক সুকান্ত হাজরা জানান চ্যাম্পিয়ন টিমকে ৭০ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত টিমকে ৫০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হবে।