আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হল মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে
সেখ সামসুদ্দিন, ২৭ মেঃ এই অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস ও মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের উদ্যোগে আজ প্রদর্শনীমূলক প্রশিক্ষণ দেওয়া হল। মেমারি ক্রিস্টাল মডেল স্কুলে মেমারি ফায়ার ব্রিগেডের ওসি সঞ্জয় কুমার দত্ত এর পরিচালনায় একটি সচেতনতা ও আগুন নেভানোর প্রশিক্ষণ দেওয়া হয় ছাত্রছাত্রীদের। আগুনের হাত থেকে সকলে নিরাপদ থাকতে চায়। নিরাপদে থাকার দায়িত্ব যদি সাধারণ মানুষই পালন করেন, তাহলে এড়ানো যায় অনেক বড় বিপদ। আর সেটা অন্যান্য শিক্ষার মত যদি ছোটবেলা থেকেই আগুন নেভানোর প্রশিক্ষণ পাওয়া যায়, তাহলে তো সোনায় সোহাগা! এমনই এক ভাবনাকে সত্যি করে দেখিয়ে দায়িত্ব বহন করল মেমারি ক্রিস্টাল মডেল স্কুল। আজ এক অভিনব পদক্ষেপের মাধ্যমে ছোট ছোট ছেলেমেয়েদের আগুনের সঙ্গে লড়াই করে নিজেদের বিপদের হাত থাকে বাঁচানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।