মানবাধিকার সংগঠনের রক্তদান শিবির

সেখ সামসুদ্দিন, ২৪ এপ্রিলঃ বুধবার “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর উদ্যোগে এবং তিলুড়ী কৃপাময়ী হাইস্কুল (উ.মা.)-এর সহযোগিতায় তিলুড়ী কৃপাময়ী হাইস্কুলে “একদিনের রক্তদান শিবির”-এর আয়োজন করা হয়। রক্তদান শিবির সকাল ১০-৩০টা থেকে শুরু হয়।
রক্তদানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। এই রক্তদান শিবিরকে সফল করে তোলার জন্যে তিলুড়ী কৃপাময়ী হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীদের পাশাপাশি এলাকার বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে এগিয়ে আসেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর সেক্রেটারি স্বপ্না বরাট, ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়‌ ঊসা দাঁ । উপস্থিত ছিলেন তিলুড়ী কৃপাময়ী হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অসিত চৌধুরী, এলাকার বিশিষ্ট সমাজসেবী তপন চট্টোপাধ্যায়, নন্দদুলাল দে, শিক্ষক সঞ্চয় মন্ডল, অরূপ মোদক, নিরূপ মন্ডল, বয়লাল দে প্রমুখ। বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের “ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল”-এর অভিজ্ঞ চিকিৎসক ও কর্মীদের তত্ত্বাবধানে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন হয়। প্রায় চল্লিশজন রক্তদাতা রক্ত দান করেন। রক্তদাতাদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা যেমন ছিলেন, তাদের ছাড়াও ছিলেন বেশ কয়েকজন মহিলা রক্তদাতা যা অত্যন্ত উল্লেখযোগ্য‌। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সোমনাথ পাল, সৌম্য আচার্য্য, পার্থ চট্টোপাধ্যায় এবং আরও অনেকে এই রক্তদান শিবিরে রক্তদান করতে পেরে তাদের ভালোলাগার কথা জানান। রক্তদান কর্মসূচী শেষ হওয়ার পর মঞ্চে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রত্যেক রক্তদাতার হাতে সার্টিফিকেট ও ব্লাড-ডোনার কার্ড তুলে দেওয়া হয়। এই মহৎ উদ্যোগের সার্বিক সাফল্যের জন্য “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর পক্ষ থেকে সেক্রেটারি স্বপ্না বরাট , ভাইস প্রেসিডেন্ট বিদ্যুৎ মুখোপাধ্যায়, ঊসা দান বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার মানুষজনকে অকুণ্ঠ ধন্যবাদ জানান। বিদ্যালয়ের পক্ষ থেকে টিচার-ইন-চার্জ ভোলানাথ হাঁসদা ও অচিন্ত্য কুন্ডু “ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন”-এর পাশাপাশি এলাকার এগিয়ে আসা সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply