মনের গহীনে

মারুফ খাঁন

কাল রাতে ঘুমাতে যাওয়ার আগে
বেখেয়ালে,,,
মনের যত কথা খুলে বলেছি!
জানিনা কি ভাবছো
আমাকে নিয়ে।

পরনে লাল শাড়ি মনের গহীনে তোমাকে খুঁজি
যন্ত্রণা ভুলে,,,
সকালবেলা নিরুদ্দেশ আমি তো জানি।

তোমাকে চিনতে চিনতে কতকাল করলাম পার
কিসের মোহ,
আজ আছি কাল যাবো চলে, নিরুদ্দেশ হয়ে
যৎসামান্য আনন্দ নিয়ে।

Leave a Reply